শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | নৈনিতাল লন্ডভন্ড করে এবার কলকাতায় 'বলরাম কান্ড'! জমজমাট গার্গী-রজতাভর নতুন ছবির ঝলক মুক্তি অনুষ্ঠান

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৬Soma Majumder


নিজস্ব সংবাদদাতা: পোস্টার মুক্তি পেয়েছিল আগেই। এবার প্রকাশ্যে গার্গী রায়চৌধুরী- রজতাভ দত্ত অভিনীত মজার ছবি 'বলরাম কান্ড'র ঝলক। পরিচালনায় সপ্তাশ্ব বসু। বৃহস্পতিবার কলকাতার একটি বিলাসবহুল রেস্তরাঁয় আয়োজন করা হয়েছিল এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। 

 'বলরাম কান্ড'র কেন্দ্রে রয়েছেন তরঙ্গিনী মুখোপাধ্যায় (গার্গী রায় চৌধুরী) এবং কিশোর সান্যাল (রজতাভ দত্ত), যাঁরা বছর ১২ আগেই নিজেদের বিবাহিত জীবনে দাড়ি টেনেছেন। বর্তমানে তাঁদের মেয়ে অবন্তিকা (ঐশ্বর্য সেন) অল্প বয়সেই বিয়ে করার সিদ্ধান্তে বদ্ধপরিকর। এবং সেই সিদ্ধান্ত যে মেয়ের জীবনে দুঃখকে বাড়ি বয়ে আনার সামিল, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সেই বিষয়ে নিশ্চিত 'তরঙ্গিনী' এবং 'কিশোর'। মেয়েকে সেই 'বিপদ'-এর নৌকা থেকে পা রাখার থেকে বাঁচাতে দীর্ঘ ১২ বছর পরে ফের এক হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। আর তারপরেই শুরু হয় দমফাটা মজার সব ঘটনা।

গার্গী রায়চৌধুরীর কথায়, " হাসি-মজার ছবি আমার ভীষণ পছন্দের ঘরানা। দর্শক হিসাবে এ ধরনের ছবি দেখার পাশাপাশি অভিনেত্রী হিসাবেও এরকম ছবিতে কাজ করতে বেশ লাগে। 'হামি' করেও খুব আনন্দ পেয়েছিলাম, 'বলরাম কান্ড'-এর ব্যাপারেও একই কথা প্রযোজ্য। এই ছবি দেখে মাথা চুলকে ভাবতে হবে না। যেমন রঙিন, তেমন মিষ্টি এর স্বাদ। তার উপরে নৈনিতালের নৈসর্গিক দৃশ্য দিয়ে যত্ন করে মোড়া এই ছবি। দর্শক যে 'বলরাম কান্ড' দেখে অনাবিল আনন্দ পাবে, তা হলফ করে বলতে পারি।" কথা শেষে অভিনেত্রীর সংযোজন, " নৈনিতাল লন্ডভন্ড করে শেষমেশ কোন 'বলরাম কান্ড' ঘটেছে, তা দেখলে মন ফুরফুরে হবেই দর্শকের। হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবি দেখে যেমন আমাদের আজও ভাল লাগে, এ ছবিও তেমনই সুখ জাগানিয়া হবে বলেই আমার বিশ্বাস।"

রজতাভ দত্ত নিজস্ব ছন্দে জানালেন, এই ছবিতে যদি তিনি নিজে অভিনয় না করতেন, তবু দর্শক হিসাবে দেখতেন। " অনেকেই বলেন একটা ভাল হাসির ছবি নাকি বাংলায় দেখা যায় না। আশা করছি, 'বলরাম কান্ড' সেই অভাব মেটাবে। চমৎকার গল্প। জোর করে কাতুকুতু দিয়ে হাসানো নেই এতে। ঝলকে ছোট্ট করে যা দেখানো হল, তাতে তো ছবির সব আবেগ বোঝানো সম্ভব নয়...তবে এটুকু বলতে পারি এ ছবি হাসানোর পাশাপাশি ভাবাবেও। আবেগের তারগুলোতেও তরঙ্গ তুলবে। আশা করি, এই ছবি দেখে অন্যদেরও দেখতে বলতে ইচ্ছে করবে।"  

পরিচালক সপ্তাশ্ব বসু বললেন, " চেয়েছি এমন ছবি বানাতে যা আক্ষরিক অর্থেই পারিবারিক। বাবা-মাকে সঙ্গে নিয়ে ছেলেমেয়েরা দেখতে পারবে। যা তাদের হাসানোর সঙ্গে সঙ্গে ভাবাবেও। 'বলরাম কান্ড'-এ গম্ভীর বিষয়কে মজার কম্বলের তলায় চাপা দিয়ে হাজির করা হয়েছে। তার মানে মোটেই এই নয় যে এই ছবি শুধুই হাসাবে। সম্পর্কের সমাজের বেশ কিছু দিকের কথা তুলে ধরা হয়েছে 'বলরাম কান্ড'-এ। যেমন , বাবা-মায়ের এমন সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক তেমন সন্তানেরও কিন্তু বাবা-মায়ের প্রতি কিছু দায়িত্ব থেকে যায়। আর এই কথাগুলো কিন্তু জ্ঞান হিসাবে একেবারেই পেশ করা হয়নি। মজার মোড়কে হাজির করা হয়েছে। "

প্রসঙ্গত, 'বলরাম কান্ড' প্রথম বাংলা ছবি যার সিংহভাগ শুটিং সারা হয়েছে নৈনিতালে। ছবির গল্প লিখেছেন অপালা চৌধুরী ও চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। ছবির প্রযোজনার দায়িত্ব যৌথভাবে সামলেছে গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস, সাই ভিগ্নেশ ফিল্মস ও প্ল্যাটিনাম পিকচার্স। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন গার্গী রায় চৌধুরী, রজতাভ দত্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য সেন, আর্য দাশগুপ্ত, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসূন সাহা ও অর্পিতা রায়। দোলের আবহে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।


#Balaramkando#GargeeRoychowdhury#rajatavadutta#alaramkandotrailerlaunch



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ফেডারেশনের তরফে মেলেনি ইতিবাচক সাড়া, টলিপাড়া থেকে স্বেচ্ছা-নির্বাসনের ঘোষণা পরিচালকদের! ...

সলমনের মনমতানো অভিনয়ের গোপন রেসিপি কী জানেন? খোঁজ দিলেন সূরয বারজাতিয়া ...

৬০ বছরে এসে জীবনে নতুন প্রেম! কী নাম আমিরের প্রেমিকার? শরিফুলই দোষী, চিনিয়ে দিলেন সইফের কর্মীরা...

মে মাস মানেই নন্দিতা-শিবপ্রসাদের ধামাকা? মে মাস কেন পছন্দ জানালেন পরিচালক নিজেই...

মেয়ের বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন অনুরাগ কাশ্যপ! কী ঘটেছিল জানালেন নিজেই...

মিলল না সমাধান, ফেডারেশনের তরফে বৃহস্পতিবারের মধ্যে সাড়া না পেলে শুক্রবার থেকেই কর্মবিরতির ডাক পরিচালক সংগঠনের...

'সিনড্রেলা' এল ঘরে, বাবা হওয়ার আনন্দের মুহূর্ত আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন সপ্তক সানাই ...

শাহরুখের হাত ধরে বড়পর্দায় রাজকুমার? কোন ছবিতে তাঁর গলায় ফের শোনা যাবে ‘জানি’ সংলাপ? ...

আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ অনিল, তুলনা করলেন কোন কিংবদন্তি বলি-পরিচালকের তুলনা অনিল কাপুরের?...

২২ বছর পার, আরিয়ান ও ইব্রাহিমকে নিয়ে তৈরি হবে ‘কাল হো না হো’র সিক্যুয়েল? ...

আমিরের ছেলেকে নাচ শেখাতে গিয়ে কী দশা হয়েছিল ফারহার? 'লভইয়াপ্পা'র শুটিং ফ্লোরের গোপন তথ্য ফাঁস করলেন জুনেইদ...

Exclusive: লর্ডসে না খেললে যেমন কুলীন ক্রিকেটার হওয়া যায় না, কলকাতায় পারফর্ম না করলে সেরা শিল্পী হওয়া যায় না: পরেশ রাওয়া...

বহুদিন আগেই আলাদা হয়েছে দু'জনের পথ, প্রাক্তন স্ত্রীর হাতের রান্না খেয়ে ফের প্রেমে পড়লেন যুবক! ...

ফের পর্দায় রোম্যান্সে মজবেন অভিতাভ-রেখা? জয়ার সামনেই ফের 'সিলসিলা'য় মাতবেন 'বিগ বি'!...

বান্ধবীর বরের সঙ্গে পরকীয়া থেকে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! এই নায়িকার বাস্তব জীবনের কাছে হার মানবে হিন্দি সিরিজও ...



সোশ্যাল মিডিয়া



02 25